নির্বাচন পর্যন্ত বিএনপির আন্দোলন আন্দোলন খেলা চলবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে নির্বাচন হবে। সে পর্যন্ত বিএনপির হরতাল, অবরোধ, গণসমাবেশ, গণ–অবস্থান, মানববন্ধনসহ আন্দোলন আন্দোলন খেলা চলতে থাকবে।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধু আকাশী ক্লাব আয়োজিত ১৫তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের আগ মুহূর্তে তাদের (বিএনপি) শুভবুদ্ধির উদয় হবে। তারা নির্বাচনে অংশ নেবে। আর তারা যদি মনে করে, সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেটি অবাস্তব ও সংবিধানবিরোধী। দেশে সংবিধান অনুযায়ী সময়মতো সুষ্ঠু নির্বাচন হবে।’
আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে—এটি বিএনপির অবাস্তব ও অলীক স্বপ্ন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনকে তারা (বিএনপি) মেনে নেয়নি। ২০১৪ সালের নির্বাচনকে তারা বর্জন করে। নির্বাচনকে কেন্দ্র করে ২০১৫ সালে একটানা ৯০ দিন হরতাল–অবরোধ করেছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে খালেদা জিয়া বিএনপির অফিসে আশ্রয় নিয়েছিলেন। ৯০ দিন আন্দোলনের পর মুখে কালিমা মেখে ব্যর্থতার গ্লানি নিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরে গিয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তারা সুবোধ বালকের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছিল।
আবহমান বাঙালি ঐতিহ্য রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘ঘোড়দৌড় আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি। সুস্থ বিনোদনের পাশাপাশি ঘোড়দৌড়কে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। পুরো মধুপুর উপজেলায় উৎসব আনন্দের আবহ তৈরি হয়। সে জন্য ঘোড়দৌড়, নৌকাবাইচ, হাডুডুসহ সব লোকজ সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ।