মানিকগঞ্জে উইকেট পড়ল দুর্জয়ের, নতুন মুখ আবদুস সালাম

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের (বাঁয়ে) কাছে দলীয় মনোনয়ন হারিয়েছেন মানিকগঞ্জ–১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ-১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি বর্তমান সংসদ সদস্য নাঈমুর রহমান (দুর্জয়)। তাঁর বদলে এবার দলীয় মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

আরও পড়ুন

আজ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী আবদুস সালামের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন আবদুস সালাম। ওই নির্বাচনে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জয়ী হন। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগের এ বি এম আনোয়ারুল হক। পরের দুবার ২০১৪ ও ২০১৮ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে দলটি থেকে নির্বাচিত হন নাঈমুর রহমান।

আরও পড়ুন

আসনটিতে এবার নাঈমুর রহমানকে সরিয়ে আওয়ামী লীগ বেছে নিয়েছে আবদুস সালামকে। জেলা আওয়ামী লীগের পরপর দুবারের সাধারণ সম্পাদক তিনি। বর্তমানে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সভাপতি সালাম। দলীয় মনোনয়ন পাওয়ায় আজ সন্ধ্যায় আবদুস সালামের অনুসারী নেতা-কর্মীরা জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে আনন্দ-উল্লাস করছেন।

মানিকগঞ্জ-২ আসনে (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন) বর্তমান সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং মানিকগঞ্জ-৩ আসনে (সাটুরিয়া, মানিকগঞ্জ পৌরসভা ও সদরের সাতটি ইউনিয়ন) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবার দলীয় মনোনয়ন পেয়েছেন। তাঁদের কর্মী-সমর্থকেরা আনন্দ-উল্লাস ও আনন্দমিছিল করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গত ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।