হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ফার্নেস অয়েলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মুহাম্মদ শাহাদাত হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে হাটহাজারী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন সুনামগঞ্জের মোহাম্মদ জসিমের ছেলে। সে হাটহাজারী তালিমুল কোরআন নুরানী মাদ্রাসার ছাত্র ছিল।    

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় ওই শিশু মাদ্রাসা থেকে বের হয়ে স্টেশনের রেলক্রসিং পার হচ্ছিল। গেটম্যান না থাকায় শিশুটি রেললাইনে উঠে যায়। এ সময় তেলবাহী ওই ট্রেনের নিচে কাটা পড়ে যায়। এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করে স্টেশনের কার্যালয় ঘেরাও করার চেষ্টা করেন। তবে ওই সময় স্থানীয় গণ্যমান্য লোকজন ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ব্যক্তিদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন স্টেশনের কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করেছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।