কয়রায় বাথরুমের ‘ভেন্টিলেটর ভেঙে’ বৃদ্ধাকে খুন

খুন
প্রতীকী ছবি

খুলনার কয়রায় ঘর থেকে হাত-পা বাঁধা এক বৃদ্ধার লাশ উদ্ধার করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বুধবার ওই নারীর বড় ছেলে বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিহত হোসনেয়ারা বেগম (৭০) উপজেলার মাদারবাড়িয়া এলাকার মৃত হাফিজুর রহমান সানার স্ত্রী। গত মঙ্গলবার রাতে নিজ ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন জুলফিকার (৪৭) ও আবদুল্লাহ মামুন (২৩)। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা দুজন একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন নিহত হোসনেয়ারা বাড়িতে একা ছিলেন। তাঁর চার সন্তানের দুজন থাকেন দেশের বাইরে। অপর দুজন খুলনা শহরে পরিবার নিয়ে বসবাস করেন। স্বামী মারা গেছে কয়েক মাস আগে। ঘটনার রাতে বাড়ির বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা হোসনেয়ারার হাত-পা ও মুখ বেঁধে শ্বাস রোধ করে হত্যা করে এবং স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়।
নিহত হোসনেয়ারা, তাঁর মৃত স্বামীসহ দুই ছেলে একটি হত্যা মামলার আসামি ছিলেন। আদালতে মামলাটির বিচারকার্য চলমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালে একটি সেতু নির্মাণকে কেন্দ্র করে কলহের জেরে ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান রাসেলকে পিটিয়ে হত্যা করা হয়। ওই মামলায় নিহত হোসনেয়ারার পরিবারের চারজনসহ ওই এলাকার ২০ জনকে আসামি করা হয়। ওই মামলার ১ ও ২ নম্বর আসামি নিহত হোসনেয়ারার দুই ছেলে। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তাঁর ছেলে মিলন হোসেন বিদেশে চলে যান। তিনি আর দেশে ফেরেননি।

স্থানীয় মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, হোসনেয়ারা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা হাদিউজ্জামানের বাবা, ভাই, ভাগনেসহ মামলার সাক্ষীদের আসামি করা হয়েছে। দুটি ঘটনা নিয়ে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আতঙ্কও দেখা দিয়েছে। ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়।

হোসনেয়ারা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানা পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম শেখ বলেন, ‘ঘরের মালামাল চুরি করতে এসে হত্যাকাণ্ড ঘটেছে, নাকি পরিকল্পিতভাবে একটি ঘটনা আড়াল করতে আরেকটি ঘটনা ঘটানো হয়েছে, তা যাচাই করা হচ্ছে। খুব তাড়াতাড়ি ঘটনার রহস্য উন্মোচন হবে বলে আশা করছি।’