নড়াইলে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত
নড়াইল সদর উপজেলায় মালবোঝাই ট্রাক উল্টে ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার হাওয়াইখালী সেতুর ওপর ঢাকা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম ইমন হোসেন (২৫)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের আবদুল আহাদ আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রাকটিতে ৮৫০ কার্টন প্যাকেটজাত ডালডা ছিল। ঢাকা থেকে যশোরগামী ট্রাকটি কুয়াশাচ্ছন্ন সকালে হাওয়াইখালী সেতুর ওপরে ওঠার সময় সেতুর সড়ক বিভাজকের সঙ্গে লেগে উল্টে যায়। এতে ট্রাকচালকের সহকারী ইমন হোসেন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. মাসুদ রানা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালক বা অন্য কাউকে পাওয়া যায়নি। তবে লাশটি ট্রাকের নিচ থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।