আন্দোলনের সময় খোয়া যাওয়া পিস্তল ১৫ দিন পর উদ্ধার
নীলফামারীর সৈয়দপুরে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল খুঁজে পাওয়া গেছে। হারিয়ে যাওয়ার ১৫ দিন পর গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের কুন্দল এলাকায় একটি সড়ক থেকে এটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সৈয়দপুরে কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পাঁচ মাথা মোড় এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেয় হামলাকারীরা।
এ সময় পুলিশের দুটি রাইফেল ও একটি পিস্তল খোয়া যায়। তাৎক্ষণিকভাবে রাইফেল দুটি উদ্ধার হলেও পিস্তলটি পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় গতকাল পর্যন্ত মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।