গাজীপুরে দুই বাসের মাঝে চাপা পড়ল ভ্যান, নিহত ৪

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যাত্রীবাহী দুই বাসের মাঝে চাপা পড়ে রিকশাভ্যানের চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিদের একজন ভ্যানচালক, অন্যরা মাছ ব্যবসায়ী।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বলাকা পরিবহনের একটি বাস তেলিপাড়া এলাকায় পৌঁছালে চাকা বিকল হয়ে যায়। এ সময় বলাকা পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে চাকা মেরামত করছিল। ওই বাসের পেছনে ছিল রিকশাভ্যান।

সকাল আটটার দিকে বসুমতি পরিবহনের যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি তখন রিকশাভ্যানসহ দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝে রিকশাভ্যানটি চাপা পড়লে ভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ চারটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক মো. মতিউজ্জামান বলেন, রিকশাভ্যানে মাছ ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন মাছ ব্যবসায়ী ও একজন ভ্যানচালক। বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।