লুটপাটের কারণে মধ্যম আয়ের মানুষ নিম্ন আয়ের মানুষে পরিণত হয়েছে: মির্জা আব্বাস

সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ এখন ‘হায় হায় কোম্পানির’ কবলে পড়েছে, আর আওয়ামী লীগ হয়ে গেছে ‘খাই খাই কোম্পানি’। এ সরকারের লুটপাটের কারণে দেশের মধ্যম আয়ের মানুষ এখন নিম্ন আয়ের মানুষে পরিণত হয়েছে।

আজ সোমবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বন্যাকবলিত মানুষের মধ্যে বিনা মূল্যে চিকিৎসা, ওষুধ প্রদান এবং দরিদ্র মানুষের মধ্যে কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী। ড্যাবের সভাপতি হারুন আল রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভা শেষে প্রায় ১ হাজার ২০০ মানুষকে চিকিৎসাসেবা দেন অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রধান অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে পাওয়ার প্ল্যান্ট কোম্পানিগুলোর মাধ্যমে সরকার জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আওয়ামী লীগের লুটপাটের কারণে এই দেশটাই একদিন শেষ হয়ে যাবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী প্রমুখ।