এখনো সময় আছে, পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিন: নজরুল ইসলাম খান

কক্সবাজার শহরে ১০ দফা দাবিতে আয়োজিত বিএনপির মানববন্ধনে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ সরকারের পতনঘণ্টা বাজছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সরকারের কোনো পদক্ষেপ নেই। তারা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে। এভাবে একটি দেশ চলতে পারে না।

আজ শনিবার দুপুরে কক্সবাজার শহরের শহীদ সরণিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন আয়োজনসহ ১০ দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

এ সময় শেখ হাসিনার উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, এখনো সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিন। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান।

লুৎফর রহমান বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ সবকিছুর দাম প্রতিযোগিতা দিয়ে বাড়ছে। শ্রমজীবী মানুষ কাজ না পেয়ে বেকায়দায়। অথচ দেশের টাকা লুটপাট করে বিদেশি পাচার করছে সরকারের লুটেরারা। সরকারের পতন এবং সংকট থেকে উত্তরণে আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় করতে হবে।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শনিবার দুপুরে কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে ‘শান্তি সমাবেশ’ করেছে জেলা ও শহর আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

মুজিবুর রহমান বলেন, বিএনপি-জামায়াত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে মাঠে নেমেছে। আওয়ামী লীগ তাদের (বিএনপির) আগুনসন্ত্রাস মোকাবিলা করতে জানে। বেশি বাড়াবাড়ি করলে বিএনপি, জামায়াতকে মাঠেও নামতে দেওয়া হবে না।

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিএনপি অসত্য তথ্য তুলে ধরছে জানিয়ে সিরাজুল মোস্তফা বলেন, বিএনপির মিথ্যাচার ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে।

কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
ছবি: প্রথম আলো

শহর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ প্রমুখ।