মানিকগঞ্জে মহাসড়কে বাসের চাপায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের চাপায় ইয়াসমিন হোসেন (২৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মহাসড়কের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসমিন হোসেন উপজেলার নয়াডিঙ্গী এলাকায় তারাশিমা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানায় কাজ করতেন। তিনি উপজেলার চর ভাটারা গ্রামের মোখলেছ ব্যাপারীর মেয়ে।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাশিমা অ্যাপারেলস নামের পোশাক কারখানাটি মহাসড়কের পাশে অবস্থিত। আজ বেলা দেড়টার দিকে দুপুরের বিরতির সময় কারখানা থেকে বের হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন ইয়াসমিন।

ওই সময় ঢাকাগামী রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।