সিলেটে ছুরিকাঘাতে এনজিও কর্মকর্তা নিহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি সীমান্তিক নামের একটি এনজিওর ব্রাহ্মণবাড়িয়া শাখার কর্মকর্তা। আনোয়ার ভোলার শ্যামপুর থানায় তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে আনোয়ার হোসেন রেলস্টেশন থেকে হুমায়ূন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। ওই সময় কয়েক দুর্বৃত্ত তাঁর পথরোধ করে ছুরিকাঘাত করেছে বলে জানা গেছে। পরে পথচারীসহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, আনোয়ার সীমান্তিকের ব্রাহ্মণবাড়িয়া শাখার হিসাব বিভাগে কাজ করতেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানের কাজেই তিনি সিলেটে এসেছিলেন। কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য গতকাল সিলেট রেলস্টেশনে গিয়ে টিকিট কেটেছিলেন। পরে সেখান থেকে তিনি রেললাইনের পাশের সড়ক দিয়ে হুমায়ূন রশীদ চত্বরের দিকে ফিরছিলেন। এ সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, আনোয়ারের মরদেহ এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।