আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভছবি: প্রথম আলো

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখানে তাঁরা সমাবেশ করেন। পরে বিকেল সোয়া চারটার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে যেতে ইডেন কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ বাধা দেয় এবং মারধর করে। এতে ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও আছেন। একইভাবে যশোর, সিলেটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির শান্তিপূর্ণ আন্দোলনে একযোগে হামলার ঘটনা ঘটছে; শিক্ষার্থীদের মারধর, লাঞ্ছিত করা হচ্ছে। মেয়েশিক্ষার্থীরা তাঁদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না।

গতকাল রোববার গভীর রাতে বিভিন্ন হল থেকে মিছিল বের করে ক্যাম্পাসে আসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের শেরেবাংলা হল ও বঙ্গবন্ধু হল এবং মেয়েদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয় পুরো ক্যাম্পাস। তবে মেয়েশিক্ষার্থীরা হলের অভ্যন্তরে বিক্ষোভ করলেও ছেলেশিক্ষার্থীরা ক্যাম্পাসে এবং পরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন।