ঝালকাঠিতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকা থেকে জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি কিছুদূর গেলে পুলিশ শহরের প্রধান সড়কে ঢুকতে তাদের বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়। পরে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. সৈয়দ হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্যসচিব আনিসুর রহমান। সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার আহ্বান জানান।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, যুবদলের শোভাযাত্রায় বাধা দেওয়ার বিষয়টি সঠিক নয়। পুলিশ শুধু নিরাপত্তার দায়িত্ব পালন করেছে।