বাসের ধাক্কায় ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের অপারেটর নিহত

বাসের ধাক্কায় নিহত ইমরুল হক
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীবাহী মিনিবাসের ধাক্কায় ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্ল্যান্ট অপারেটর নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঘোড়াশাল পৌরসভার ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়কের কো-অপারেটিভ জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইমরুল হক (৫০)। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলা গ্রামের আবদুল রশিদ মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৭ নম্বর ইউনিটের প্ল্যান্ট অপারেটর ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ইমরুল হক ঘোড়াশাল পৌরসভা থেকে কাজ শেষে নিজের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। বেলা একটার দিকে তিনি ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়ক ধরে কো-অপারেটিভ জুট মিল এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পেছন থেকে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ইমরুল হককে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা তিনটার দিকে তিনি মারা যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে কলেজ বাস ও এর চালককে আটক করে রাখেন। পরে বাস ও এর চালককে তাঁদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।