আদমদীঘিতে পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড

বগুড়ার আদমদীঘিতে ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি পালনের সময় পুলিশ বাধা দেয়। আজ শনিবার আদমদিঘী উপজেলা শহরে
ছবি: প্রথম আলো

বগুড়ার আদমদীঘিতে পুলিশের বাধায় সদর ইউনিয়ন বিএনপির ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে গেছে। উপজেলা সদরে এ কর্মসূচি পণ্ড হয়ে যাওয়ায় উপজেলার অন্য কোনো ইউনিয়নেও কর্মসূচি করতে পারেনি দলটি।

ইউনিয়ন পর্যায়ের নেতা–কর্মীরা বলেন, পুলিশ তাঁদের কর্মসূচি পালন করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ায় কর্মসূচি পালন করা যায়নি।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা–কর্মী উপজেলা সদরে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা পদযাত্রা শুরু করে বিদ্যাবিথী বিদ্যালয়ের সামনে পৌঁছালে আদমদীঘি থানা–পুলিশের একটি দল তাঁদের পদযাত্রায় বাধা দেয়। পরে বিএনপি নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে সদরে বাধা দেওয়ায় উপজেলার অন্য পাঁচটি ইউনিয়নেও বিএনপি কোনো পদযাত্রা কর্মসূচি পালন করতে পারেনি।

সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, পুলিশের অনুমতি না পাওয়ায় কর্মসূচি পালন করা যায়নি।

আজ সদর ইউনিয়নের পদযাত্রা কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারি তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি বুলবুল ফারুক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান, সাবেক যুবদল সভাপতি খন্দকার মেহেদী হাসান, বিএনপি নেতা মিনহাজুল আবেদীন, মখলেসার রহমান, সাত্তার শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম পদযাত্রা কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, বগুড়া-নওগাঁ সড়কে যানজট এড়াতে পদযাত্রা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে শুধু।