এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত ১০

কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে বাসটির সামনের অংশ। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায়
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে মো. মাইনুদ্দিন (৪৫) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বাসের যাত্রী ছিলেন। আহত অন্য যাত্রীরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিল সিল্কি পরিবহনের যাত্রীবাহী বাসটি। পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সেতুর ওপরে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। যাত্রীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে দুর্ঘটনার বিষয়টি জানান। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়।

বাসে আটকে পড়া এক যাত্রীকে উদ্ধার করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায়
ছবি: সংগৃহীত

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হারুন অর রশিদ খান বলেন, দুর্ঘটনার পর যাত্রীরা কেউ কেউ বাস থেকে বের হয়ে আসেন। তবে বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে পাঁচ-ছয়জন যাত্রী আটকা পড়েন। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাঁদের বের করে আনা হয়।

পাঁচ্চর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পেছন থেকে কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়।