জুয়ার টাকার লেনদেনের বিরোধ নিয়ে যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতীকী ছবি

যশোর শহরে মো. সোলাইমান হক (৩০) নামের এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল শুক্রবার রাতে শহরের টিবি ক্লিনিক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মো. জসিম সিকদার (৩২) নামের সোলাইমানের অপর এক সহযোগী জখম হয়েছেন। অনলাইনের জুয়ার টাকার লেনদেন নিয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সোলায়মান হক শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের আবদুল হকের ছেলে। আহত জসিম সিকদার একই এলাকার নজরুল সিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পরে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে জসিম ও আরাফাত নামের দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিমকে জখম করে আরাফাত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সোলাইমান এগিয়ে গিয়ে জসিমের পক্ষ নিয়ে আরাফাতের সঙ্গে কথা–কাটাকাটি করেন। একপর্যায়ে সোলাইমানকেও ছুরি মেরে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন এ দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মানকে মৃত ঘোষণা করেন। আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টিবি ক্লিনিক এলাকার জসিম ও চাঁচড়া এলাকার আরাফাতের সঙ্গে অনলাইনের জুয়ার টাকার লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে আরাফাত জসিমকে জখম করে।

জসিমের পক্ষ নিয়ে সোলাইমান কথা বলতে গেলে ছুরি মেরে তাঁকেও জখম করা হয়। এতে সোলাইমানের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।