খোকসায় নির্বাচনী সহিংসতায় আহত ৩

কুষ্টিয়া জেলার মানচিত্র

কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিন কর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার আমবাড়ী ইউনিয়নের ধোকরাকোল কলেজমোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

আহত ব্যক্তিরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম আলতাফ জর্জের কর্মী আমিরুল (৫০), হাসান আলী (২৮) ও মন্টু প্রামাণিক।

আহত আমিরুল ইসলাম বলেন, বুধবার বিকেলে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আমবাড়িয়া গ্রামে কর্মিসভা অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ মোড় এলাকার কর্মীরা এ সমাবেশে যোগ দেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের সমর্থকেরা আওয়ামী লীগের সমর্থকদের ওপর হামলা করেন। আহত ব্যক্তিদের মধ্যে মন্টুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকমল হোসেন বলেন, মহিলা আওয়ামী লীগের সভায় যোগ দেওয়া নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূন যায়েদ প্রথম আলোকে বলেন, থানায় একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশের টহল রাখা হয়েছে।