জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে রংপুর–৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতা–কর্মীরা। আজ দুপুরে নগরের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে
ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের জন্য মনোনয়নপত্র কেনা হয়েছে। আজ মঙ্গলবার জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র নেন দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন।

আরও পড়ুন

মানুষ ইলেকশনের নামে সিলেকশন চায় না: জি এম কাদের

দুপুরে আজমল হোসেনের নেতৃত্বে জাপার কয়েকজন নেতা-কর্মী রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। তাঁরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলমের কাছ থেকে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর গণমাধ্যমকর্মীদের আজমল হোসেন বলেন, ‘আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যানের নির্দেশে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।

মনোনয়নপত্র বিতরণের বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে তাঁর দলের নেতা আজমল হোসেন মনোনয়নপত্র কিনেছেন। এ ছাড়া এই আসনে দুজন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র কিনেছেন। তাঁদের মধ্যে একজন হলেন আনোয়ারা ইসলাম ওরফে রানী (হিজড়া) এবং এ টি এম রাকিবুল বাশার।

আরও পড়ুন

দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা: জি এম কাদের

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে: জি এম কাদের