আক্কেলপুরে যুবদল নেতাকে রড দিয়ে পেটালেন ছাত্রদল নেতা, আটক ২
পূর্বশত্রুতার জেরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা যুবদলের সদস্য শাওন হোসেনকে রড দিয়ে পিটিয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তানভীর নিয়াজ ও তাঁর অনুসারীরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আক্কেলপুর সরকারি মজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই যুবদল নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তানভীর নিয়াজ ও তাঁর সহযোগী সাজ্জাদ হোসেনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কে এম রিজভান আল জিহান প্রথম আলোকে বলেন, শাওন হোসেনের মাথায় জখম হয়েছে। মাথার ওপরে পাঁচটি ও পেছনে তিনটি সেলাই দেওয়া হয়েছে।
আহত শাওন (২৮) আক্কেলপুর পৌর শহরের হাস্তাবসন্তপুর মহল্লার মৃত মোজাম মণ্ডলের ছেলে। আটক তানভীর (২৪) পৌর শহরের পশ্চিম আমুট্ট উত্তরপাড়া মহল্লার মৃত ফরহাদ হোসেনের ছেলে এবং সাজ্জাদ (২৪) পৌর শহরের বিহারপুর মহল্লার ইসলাম মণ্ডলের ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, এক সপ্তাহ আগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব তানভীর নিয়াজকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের অনুশীলন চলছিল। তুলসীগঙ্গা ফুটবল একাডেমির সদস্য শাওন হোসেন অনুশীলন করে মাঠের এক পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর ওপর অতর্কিত হামলা করে তাঁকে মারধর করা হয়। এ সময় অন্য খেলোয়াড়েরা তানভীর ও সাজ্জাদকে ধরে ফেলেন। নিয়াজের সঙ্গে থাকা আরও কয়েকজন দ্রুত সেখান থেকে সটকে পড়েন। সতীর্থ খেলোয়াড়েরা শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীর ও সাজ্জাদকে আটক করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী নাদিম হোসেন বলেন, তানভীর, সাজ্জাদসহ আরও তিন-চারজন মাঠের ভেতর ঢুকে হঠাৎ তাঁদের খেলোয়াড় শাওনের ওপর হামলা করেন। এ সময় তাঁরা তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যান। তাঁরা তানভীর ও সাজ্জাদকে ধরে পুলিশে দিয়েছেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও তুলসীগঙ্গা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, শাওন তুলসীগঙ্গা একাডেমির সদস্য। বঙ্গবন্ধু আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টে খেলা শুরু হবে। আজ বিকেলে অনুশীলন চলছিল। এ সময় তানভীর ও তাঁর অনুসারীদের নিয়ে এসে রড দিয়ে শাওনকে পেটান।
জানতে চাইলে তানভীর নিয়াজ প্রথম আলোকে বলেন, ‘প্রায় এক সপ্তাহ আগে আমাকে প্রচণ্ড মারধর করা হয়। এতে শাওন নেতৃত্ব দিয়েছিলেন। তিনি নিজেও আমাকে মারধর করেছিলেন। আজ তাঁকে কলেজ মাঠে দেখে আমার সঙ্গে থাকা সহকর্মীরা ঠিক থাকতে পারেনি।’
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শাওন যুবদল করেন আর তানভীর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব। নিজেদের মধ্য মারামারির ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি জেলা ছাত্রদলকে জানানো হবে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শাওনকে রড দিয়ে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।