নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান ঢুকে পড়ল দোকানে, প্রাণ গেল গ্রাম পুলিশের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলায় কাভার্ড ভ্যানের চাপায় এক গ্রাম পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আগ্রাদ্বিগুণ-সাপাহার সড়কের শিহাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গ্রাম পুলিশের নাম সুরত আলী (৫৫)। তিনি উপজেলার শিহাড়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন উপজেলার কাস্টবই গ্রামের বাসিন্দা চা–দোকানি আকবর আলী (৫২), একই গ্রামের গোলাম মোস্তফা (৬৫) ও ছমির উদ্দিন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাপাহার উপজেলা সদর থেকে একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান মালামাল নিয়ে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে কাভার্ড ভ্যানটি উপজেলার শিহাড়া মোড় এলাকায় বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্রাম পুলিশ সুরত আলীকে চাপা দিয়ে একটি চায়ের দোকানের ভেতর ঢুকে যায়। এ সময় সুরত আলী ঘটনাস্থলে মারা যান এবং চা–দোকানিসহ দোকানের ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহত গোলাম মোস্তফা ও ছমির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।