সবজিখেত থেকে ফিরে একে একে মারা গেল ২২টি কবুতর

মারা যাওয়া কবুতর
ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলায় বিষ দিয়ে ২২টি কবুতর মেরে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বুধোপুর গ্রামে বাড়ির পাশের সবজিখেত থেকে বিষ মেশানো সবজির বীজ খেয়ে বাড়িতে ফিরে একে একে কবুতরগুলো মারা যায়।

শখের কবুতরগুলো চোখের সামনে মরে যেতে দেখেছেন কবুতরের মালিক আসিফ কবির। বিচারের আশায় তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েছেন।

আসিফ কবির জানান, তিনি পেশায় মাদ্রাসাশিক্ষক। শখ করে বাড়িতে দেশি প্রজাতির কবুতর পোষেন। তাঁর মোট ২২টি বড় ও ১২টি কবুতরের বাচ্চা ছিল। কবুতরগুলোকে প্রতিদিন সকালে তিনি খাঁচা থেকে ছেড়ে দেন। বড় কবুতরগুলো উড়ে আশপাশে চলে যায়। কিছুক্ষণ পর আবার বাড়িতে ফিরে আসে। তাঁর বাড়ির পাশে একখণ্ড জমি ভাগে নিয়ে এক প্রতিবেশী সেখানে সবজির বীজ বপন করেছেন। সবজির বীজের সঙ্গে তিনি বিষ মিশিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিনি কবুতরের খাঁচার দরজা খুলে দেন। খাঁচা থেকে বেরিয়ে ১২টি কবুতর উড়ে পাশের ওই খেতে যায়। কিছুক্ষণ পর আটটি কবুতর ফিরে এসে বাচ্চাদের খাওয়ায়। এরপরই আটটি বড় কবুতর এবং ১০টি কবুতরের বাচ্চা ছটফট করতে করতে মারা যায়। এর ঘণ্টা দুয়েক পর আরও চারটি কবুতর বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পর চারটি কবুতরই ছটফট করে মারা যায়। আজ শুক্রবার সকালে মৃত কবুতরগুলোকে মাটিচাপা দিয়েছেন।

আসিফ কবির আক্ষেপ করে বলেন, ‘বিষ খেয়ে এসে চোখের সামনে কবুতরগুলো ছটফট করতে করতে মারা গেল। আমার খুব খারাপ লেগেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েছি।

বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ পারভেজ বলেন, ‘কবুতরের মালিক অভিযোগ করেছেন। কাল শনিবার বসে এ ব্যাপারে কী করা যায় দেখব।’