বাঁশখালীতে হাতি দেখতে গিয়ে আক্রমণে প্রাণ হারাল কিশোর

হাতির আক্রমণে নিহত সিবাগাতুল্লাহ রিজভী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৪ নম্বর ওয়ার্ডের গোদারপাড়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম সিবাগাতুল্লাহ রিজভী (১৬)। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি কুলীনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লার ছেলে।

স্থানীয় ও নিহত কিশোরের পারিবারিক সূত্র জানায়, রিজভী বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুন্না পুকুরপাড় এলাকার একটি মুদিদোকানের কর্মচারী ছিল। গতকাল দিবাগত রাত দুইটার দিকে লিচুবাগানে হাতি আসার খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষের সঙ্গে রিজভীও হাতি দেখতে বের হয়। একপর্যায়ে  সামনে পড়লে হাতি শুঁড় দিয়ে তুলে তাকে আছাড় মারে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের বড় ভাই মো. হাবিব উল্লাহ বলেন, ‘আমার ছোট ভাই রিজভী একটি মুদিদোকানে চাকরি করত। রাতে ওই দোকানের মালিকের লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে সে সাত থেকে আটজন লোকের সঙ্গে সেখানে যায়। ওই সময় হাতি আমার ছোট ভাইয়ের ওপর আক্রমণ চালায়।’

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কপিল উদ্দীন হাতির আক্রমণে এক কিশোর নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।