লালপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আলিফ হোসেন (৪) ও শান্ত ইসলাম (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর চাচাতো ভাই। গতকাল বুধবার সন্ধ্যার কিছু আগে উপজেলার আড়বাব ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, আলিফ উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে ও শান্ত ইসলাম একই গ্রামের শাহিনুর রহমানের ছেলে। গতকাল বিকেলে তারা বাড়ির সামনে খেলা করছিল। সন্ধ্যার কিছু আগে হঠাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজার একপর্যায়ে বাড়ির রান্নাঘরের পেছনের ডোবায় তাদের ভাসতে দেখা যায়। তড়িঘড়ি করে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজেদুল ইসলাম জানান, সবার অগোচরে তাঁদের সন্তানেরা ডোবায় গিয়ে পড়ে গিয়েছিল। পরিবারের সবাই সাবধান থাকলে হয়তো দুর্ঘটনা নাও ঘটতে পারত। তিনি বলেন, ‘আমাদের দুই ভাইয়েরই একমাত্র ছেলে ছিল ওরা। ওদের হারিয়ে আমরা হতভম্ব হয়ে গেছি।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, পরিবারের কারও কোনো আপত্তি না থাকায় শিশুদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।