ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সড়কে তল্লাশির সময় একটি মিনি ট্রাকের চেসিস থেকে ২৬ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এ সময় দুই তরুণকে আটক করা হয়। এ ঘটনায় আজ শুক্রবার সকালে মামলা হলে ওই দুই তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বেলা ১১টার দিকে ভৈরব ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বুড়িপুকুর গ্রামের নুরুল আফসারের ছেলে আবু সাইদ (২৬) ও বান্দরবানের লামা উপজেলার হারগাজা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হেফাজ উদ্দিন (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্য পেয়ে গতকাল সন্ধ্যা থেকে নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকার সড়কে র্যাব গাড়িতে তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি মিনি ট্রাক তল্লাশির সময় চেসিসের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রাকে থাকা দুই তরুণকে আটক করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করেন। চেসিসে ইয়াবা বহন নতুন কৌশল। গ্রেপ্তার দুই তরুণ নিয়মিত ইয়াবা পাচার করেন। তাঁরা কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।