কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। রোববার জেলা পরিষদের অস্থায়ী কার্যালয় ভবনে
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের থানা মোড়সংলগ্ন এলাকায় জেলা পরিষদের অস্থায়ী কার্যালয় ভবনে এ কেন্দ্রের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন দুই অতিথি। হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, কুষ্টিয়ায় ভিসা আবেদনকারীদের জন্য এ কেন্দ্র খোলা হয়েছে, যা ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং জনগণের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মাহবুব উল আলম বলেন, ‘কুষ্টিয়ায় ভিসাকেন্দ্র চালু করায় ভারতের কাছে কৃতজ্ঞ আমরা। ভারত সব সময়ই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এই বন্ধুত্ব আরও দৃঢ় ও জাগরূক থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী প্রমুখ।
ভিসাকেন্দ্র থেকে সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে কুষ্টিয়ার মানুষজনকে ভারতীয় ভিসা আবেদনের জন্য যশোর বা রাজশাহীতে যেতে হতো। এখন থেকে তাঁরা এ কেন্দ্রে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়

আজ বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সেখানে চেম্বারের পরিচালক সাইফুল আলম দৌলতপুর উপজেলায় ভারতীয় সীমান্তবর্তী মহিষকুণ্ডি এলাকায় স্থলবন্দর চালুর জোর দাবি জানান। এ সময় সেখানে বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান, চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রশিদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।