গোয়ালন্দে বাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, মহাসড়ক অবরোধ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যুর পর পৌনে এক ঘণ্টার জন্য মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ব্যক্তিরা
ছবি: প্রথম আলো

প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে দৌলতদিয়া ঘাটে আনারস কিনতে যান ফজের আলী মোল্লা (৪৫)। এরপর দিনভর ঘুরে ঘুরে সেই ফল বিক্রির পর সন্ধ্যায় বাড়ি ফেরেন। প্রতিদিনের মতো আজ শুক্রবার সকালেও ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

ফজের আলী গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া হাচেন মোল্লাপাড়ার বাসিন্দা। তিন মেয়ে ও এক ছেলের জনক। ভ্যানে করে আনারস বিক্রি করতেন তিনি। দুর্ঘটনায় বাসটির চালককে আটক করেছে পুলিশ। চালক আলী আকবরের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে যাত্রীবাহী বাসটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দের পদ্মার মোড়ে বাসটি ফজের আলীর ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যান থেকে ছিটকে পড়ে তিনি বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি চলে গেলে স্থানীয় কয়েকজন তরুণ মোটরসাইকেল নিয়ে বাসটিকে ধাওয়া দেন। প্রায় তিন কিলোমিটার দূরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বাসটিকে থামানোর পর স্থানীয় লোকজন চালককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ চালককে নিজেদের হেফাজতে নেয়। পরে গোয়ালন্দ ঘাট থানা ও গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর হাইওয়ে থানা-পুলিশ পৌঁছালে চালককে তাঁদের হেফাজতে দেওয়া হয়।

ঢাকাগামী বাসটির যাত্রী নুরুল ইসলাম বলেন, বাসটি গোয়ালন্দের পদ্মার মোড় থেকে ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় গোয়ালন্দ থেকে আসা এক ভ্যানচালক মহাসড়কে উঠেই ডান দিকে মোড় নেন। ওই মুহূর্তে দ্রুতগামী বাসটির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে।

এদিকে বাসচালকের বিচারের দাবিতে বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন স্থানীয় ব্যক্তিরা। পরে পুলিশ গিয়ে আইনি ব্যবস্থার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

রাজবাড়ী ট্রাফিক পুলিশের সার্জেন্ট কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁরা প্রথমে বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে চালককে উদ্ধার করেন। এরপর বাসটি জব্দ করা হয়। গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ পৌঁছালে তাঁদের কাছে আটক বাসচালক আলী আকবরকে ও বাসটি বুঝিয়ে দেন। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।