রাজবাড়ীতে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের ছেলেসহ দুজন নিহত হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো—সাকিব শেখ (১৩) ও সিফাত শেখ (১৮)। সাকিব সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের শেখ আবদুর রবের ছেলে। শেখ আবদুর রব চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিফাতের বাবার নাম লোকমান শেখ। সাকিব ও সিফাত চাচাতো ভাই। সাকিব চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সিফাত রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

সাকিবের ছোট চাচা শেখ আবদুর রাজু বলেন, সিফাত ও সাকিব মোটরসাইকেলে যাচ্ছিল। জৌকুরা বাজার এলাকায় নতুন রাস্তার কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, বেলা সোয়া দুইটার দিকে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা যায়। তারা মাথায় আঘাত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তারা মারা গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অভিযান চালিয়ে চালককে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুরে পাংশায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাহারুল ইসলাম মণ্ডল ওরফে শহর আলী (৭০)। তিনি পাংশার শিয়ালডাঙ্গী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আলাউদ্দিন শেখ (৭৫) নামে কুষ্টিয়ার খোকসা উপজেলার বসুয়া গ্রামের এক ব্যক্তি আহত হন।