প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করলেন খায়ের আবদুল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন খায়ের আবদুল্লাহ। এ সময় ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। রোববার বেলা ১১টায় গণভবনে
ছবি: খায়ের আবদুল্লাহর মিডিয়া সেলের সৌজন্যে

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত সপরিবার রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাতসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

খায়ের আবদুল্লাহর ঘনিষ্ঠ সূত্র জানায়, আজ বেলা ১১টায় সপরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান খায়ের আবদুল্লাহ। এ সময় ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বরিশালের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

খায়ের আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দীন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় খায়ের আবদুল্লাহ বরিশালের মানুষের উন্নয়নে তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বরিশালবাসীর উন্নয়নে প্রধানমন্ত্রী তাঁকে (খায়ের) যে দায়িত্ব দিয়েছেন, তা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সাক্ষাৎকালে নবনির্বাচিত মেয়র বরিশালের স্থবির হয়ে পড়া উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং তাঁর দেওয়া ৩৫ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

দলীয় মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর সঙ্গে নির্বাচনের শুরুতে বিভেদ তৈরি হয়েছিল খায়ের আবদুল্লাহর। এতে নির্বাচনের ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা করেছিলেন কেউ কেউ। তবে সবকিছু ছাপিয়ে ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে ৫৩ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে পরাজিত করেন খায়ের আবদুল্লাহ। তাঁরই আপন ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কাছ থেকে তিনি মেয়রের দায়িত্ব বুঝে নেবেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবার তাঁর সাক্ষাতের খবরে নগরের বিভিন্ন মহলে নতুন আশার সঞ্চার হয়েছে।

আরও পড়ুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রথম আলোকে বলেন, এবারের নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে বরিশালবাসী। খায়ের আবদুল্লাহর মার্জিত আচরণ ভোটারদের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছে। সেই আস্থা থেকেই দলমত-নির্বিশেষে সবাই তাঁকে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত মেয়রের সাক্ষাতের খবরে নগরে দীর্ঘদিনের উন্নয়ন স্থবিরতা সচল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।