নাটোরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক বন্ধুর মৃত্যু, অন্যজন হাসপাতালে
পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন দুই বন্ধু। দীর্ঘসময় ধরে ঘুরেও বেড়িয়েছেন। গভীর রাতে ফিরছিলেন বাড়িতে। কিন্তু শেষ পর্যন্ত বাড়িতে ফেরা হয়নি এক বন্ধুর। রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে ওই বন্ধুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অপর বন্ধু।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল-আদগ্রাম সড়কের বাড়ইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম (৩২)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের বাসিন্দা এবং জোনাইল বাজারের একজন প্রসাধনী ব্যবসায়ী। আহত বন্ধুর নাম সাদেকুল ইসলাম (৩৬)। একই এলাকায় তাঁর বাড়ি।
বড়াইগ্রাম থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জাহিদুল ও সাদেকুল ঘনিষ্ঠ বন্ধু। গতকাল রাতে তাঁরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ দেখতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে বাড়ইপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। সাদেকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেছেন, হতাহত ব্যক্তিদের বহনকারী মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানা গেছে। চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে জোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।