বেনাপোলে দুই যাত্রীর ব্যাগে মিলল পৌনে দুই লাখ মার্কিন ডলার

ডলারসহ আটক দুজন
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে দেশে আসা বাংলাদেশি দুই যাত্রীর ট্রলিব্যাগ তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পেয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

বেনাপোল স্থলবন্দর কাস্টমসের তল্লাশি কেন্দ্রে শুক্রবার বিকেলের এ ঘটনায় তাঁদের আটক করা হয়েছে। আটক দুই যাত্রী হলেন মুন্সিগঞ্জের কমলাঘাট এলাকার সাগর হোসেন (৪০) এবং একই জেলার পাঁচগাঁও এলাকার জসিম ঢালী (৪২)।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস এলাকায় নজরদারি বাড়ানো হয়। ভারত থেকে বেলা তিনটার দিকে ওই দুজন বাংলাদেশি যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করতে গেলে তাঁদের গতিরোধ করা হয়। এ সময় তাঁদের ট্রলিব্যাগ তল্লাশি করে বিশেষভাবে রাখা ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।

জানতে চাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বেনাপোলের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, আটক দুজনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা মার্কিন ডলারগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।