নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার খলারায় এলাকার নিরাইয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিলেটের বিয়ানীবাজারের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান (৩৫) ও মাইক্রোবাসের চালক মারজান হোসেন (৩০)। লুৎফুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হরিপুর গ্রামের সৈয়দ আবুল মোবারকের ছেলে। মারজানের বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ অনন্তপুর গ্রামে। বাবার নাম আবু সালেহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী মাইক্রোবাসটি গোয়ালাবাজার খলারায় এলাকায় একটি সেতুর ওপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় অজ্ঞাতনামা আরও তিন-চারজন আহত হয়েছেন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।