ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলে আট দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

গ্যাস
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সদর ও সরাইল উপজেলায় ২০ নভেম্বর সকাল ছয়টা থেকে আট দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার স্বাক্ষরিত এ–সংক্রান্ত নোটিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীর কাছে পাঠানো হয়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, ঘাটুরা থেকে সরাইল পর্যন্ত সাড়ে চার হাজার আবাসিক গ্রাহক ও দুই শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। ২০ নভেম্বর সকাল ছয়টা থেকে ২৮ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত গ্যাস পাইপলাইনের ত্রুটি মেরামতের জন্য সময় নির্ধারণ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তাই আট দিন ঘাটুরা টিবিএস থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের আবাসিক ও বাণিজ্যিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে ব্যবসায়ী ও শহরের বাসিন্দারা আগে থেকেই বিকল্প প্রস্তুতি নিতে শুরু করেছেন। শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা বাজার থেকে কেরোসিনের স্টোভ চুলা, ইলেকট্রিক ও মাটির চুলা, রাইস কুকারসহ বিভিন্ন পণ্যসামগ্রী কেনা শুরু করেছেন। অনেকেই আট দিনের জন্য আগে থেকে খাবার রান্না করে রাখার পরিকল্পনাও করছেন।