দমন-নিপীড়ন যত বাড়বে, আন্দোলনের গতিও তত বাড়বে

সিলেটে যুবদলের বিভাগীয় সমাবেশে নেতা-কর্মীরা। রোববার বিকেলে নগরের রেজিস্ট্রারি মাঠে
ছবি: প্রথম আলো

বিএনপির ওপর দমন-নিপীড়ন যত বাড়বে, আন্দোলনের গতিও তত বাড়বে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে ভীত হয়ে আওয়ামী লীগ এবং সরকার আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে। রোববার বেলা তিনটায় সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে সিলেট বিভাগীয় যুব সমাবেশে যুবদলের নেতারা এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদল যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন। তিনি বলেন, আওয়ামী লীগ একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ করে চলেছে। তাদের হাত থেকে দেশের মানুষ এখন মুক্তি চায়।

সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক।

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রমুখ।