শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বাংলাদেশ–ভারত সীমান্ত
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। আজ রোববার সকালে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সাদিকুর রহমান (৩৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করেন।

সাদিকুর রহমান (৩৫) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তিনি গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আজ সকালে তাঁর লাশ পাওয়ার খবর পান পরিবারের সদস্যরা।

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৬টার দিকে বিজিবির সহায়তায় সীমান্ত পিলার ১৮৩/৪ এস পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতর থেকে চকপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করেন। তবে কার গুলিতে ওই যুবক নিহত হয়েছেন, তা নিশ্চিত করা হয়নি।

ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ঘটনাটি অভ্যন্তরীণ হতে পারে। এটি তদন্ত করে দেখা হচ্ছে। নিশ্চিত না হওয়ায় বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কাছে ঘটনা জানতে চাওয়া হয়নি। তা ছাড়া সীমান্তে গুলির শব্দ শোনা যায়নি।

নিহত ব্যক্তির এক নিকটাত্মীয় বলেন, গতকাল দুপুরে খাওয়ার পর বাজারের দিকে যাওয়ার কথা বলে সাদিকুর বাড়ি থেকে বের হয়েছিলেন। রাতে আর ফিরে আসেননি। সকালে লাশ পড়ে থাকার কথা জানতে পারেন পরিবারের সদস্যরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মেদ প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তিনি মাদক চোরাচালানের জন্য ভারতে গিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় লোকজনের ধারণা। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাদিকুর নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন এলাকার লোকজন।