চালক ও যাত্রীর মধ্যে কথা–কাটাকাটি থেকে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০

হবিগঞ্জ শহরে সংঘর্ষকালে আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন আশেপাশের লোকজন। সোমবার বিকেলে
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে চালক ও যাত্রীর মধ্যে কথা–কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে এ সংঘর্ষ দুই এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে।

আজ সোমবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনার সময় শহরের প্রধান সড়ক দিয়ে প্রায় দেড় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের শায়েস্তানগর এলাকায় বেলা সাড়ে তিনটার দিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে বড় বহুলা গ্রামের এক ব্যক্তির সঙ্গে ইজিবাইকচালকের ঝগড়া হয়। পরে শহরের ২ নম্বর পুল এলাকায় ইজিবাইক পৌঁছালে এ দুজনের ঝগড়া আরও বেড়ে যায়। এ সময় ঝগড়ায় লিপ্ত থাকা দুই ব্যক্তির পরিচিত লোকজনও এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে এ সংঘর্ষ শহরের বড়বহুলা ও শায়েস্তানগর এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন শহরের প্রধান সড়কে অবস্থান নিয়ে এ সংঘর্ষে লিপ্ত হন। প্রায় দেড় ঘণ্টা চলা এ সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল, লাঠিসোঁটা ব্যবহার করে।

সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্য এবং উভয় পক্ষের আরও ২৫ জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আহত ব্যক্তিদের মধ্যে ১২ জন হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন জানান, ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে চালকের সঙ্গে এক ব্যক্তির কথা–কাটাকাটি থেকে এ সংঘর্ষ। এ সংঘর্ষ থামাতে গিয়ে তিনি (ওসি) ও পুলিশের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।