কুষ্টিয়ায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে মোটরচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় এক বিএনপির নেতা নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে সকালে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
নিহত ব্যক্তির মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাঁওতা এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়নভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন মিজানুর রহমান। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন মিজানুর। ঢাকা নেওয়ার পথে তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির নেতা-কর্মীরা শোকাহত হয়ে পড়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর মোটরসাইকেলে করে সকাল আটটার দিকে উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে বেলা দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আহত বিএনপি নেতা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। তাঁর লাশ এখনো এলাকায় এসে পৌঁছায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।