জামালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে মিছিল করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাঁশতলী বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের বাঁশতলী বাজার এলাকায় এই মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মিছিলটি বাঁশতলী বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সেখানেই মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাহিদুল আজাদ, সাবেক সহসভাপতি আবজালুল মুজিব, সাবেক যুগ্ম সাধারণ আসাদুজ্জামান, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক নুর হোসেন, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন ও সাবেক সদস্য মো. সাগর প্রমুখ।

বক্তারা বলেন, গত ২২ অক্টোবর দলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর জেলার নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ অক্টোবর আতিকুজ্জামানকে সভাপতি ও ফজলে রাব্বিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে যাঁদের পদ দেওয়া হয়েছে তাঁদের প্রতি দলের নেতা-কর্মীদের সমর্থন নেই। তাঁদের কর্মকাণ্ডের কারণে দলের নেতা-কর্মীরা তাঁদের আগেই প্রত্যাখ্যান করেছেন।

বক্তারা বলেন, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁরা ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে থাকলেও, কখনো দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন না। তাঁরা বিএনপি ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রাধান্য দিতেন। সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরোধিতা করার অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। এত অভিযোগ থাকার পরও জেলার নেতারা রহস্যজনক কারণে তাঁদের নিয়েই নতুন কমিটি ঘোষণা করেছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আতিকুজ্জামান বলেন, ‘তাঁদের অভিযোগের কোনো সত্যতা নেই। বিএনপির একটি চক্র তাঁদের দিয়ে এসব করাচ্ছেন। আমরা যোগ্য বলেই,  জেলা থেকে আমাদের কমিটিতে রেখেছেন। তাঁরা কমিটিতে আসতে না পারায় এসব অভিযোগ করছেন।’