মেয়র নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় মো. ফখরুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে
ছবি: সংগৃহীত

দলের সিদ্ধান্ত অমান্য করে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া বিএনপির এক নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলামের সই করা চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই নেতার নাম মো. ফখরুজ্জামান (মতিন)। তিনি বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব ছিলেন। তিনি আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশ নিচ্ছেন।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ফখরুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর প্রথম আলোকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন মো. ফখরুজ্জামান। দল তাঁকে বহিষ্কার করেছে। স্থানীয় নেতা-কর্মীরা এখন আর তাঁর সঙ্গে নেই। তারপরও কোনো নেতা-কর্মী যদি বহিষ্কৃত নেতার সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন, তাহলে তাঁকেও বহিষ্কার করা হবে।

এ ব্যাপারে কথা বলার জন্য মো. ফখরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।