বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলে কিশোরের

নিহত কিশোর জিহাদ হোসেন
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের দর্জিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম জিহাদ হোসেন (১৪)। সে সখিপুর থানার উত্তর তারবনিয়া সরকার কান্দি গ্রামের ইমান সরকারের ছেলে। জিহাদ তার প্রতিবেশী রাকিব ব্যাপারীর উত্তর তারাবনিয়া এলাকার একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করত।

বিদ্যুতের এ খুঁটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর জিহাদ হোসেনের মৃত্যু হয়েছে। শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জের দর্জিকান্দি এলাকায়
ছবি: সংগৃহীত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেইলার্সের দোকানের কাজ শেষ করে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জিহাদ হোসেন ও রাকিব ব্যাপারী। রাকিব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। দক্ষিণ তারাবনিয়ার দর্জিকান্দি এলাকায় এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান রাকিব। মুহূর্তের মধ্যে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জিহাদ মারা যায়। আহত রাকিবকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে বলে বলে জানিয়েছেন দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম।

সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, নিহত জিহাদের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।