ভারতে গেছেন ভালো কথা, সীমান্ত হত্যা বন্ধ করে আসেন

সুনামগঞ্জে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার বালিকা উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘ভারতে গেছেন ভালো কথা। সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে। সীমান্ত হত্যা বন্ধ করে আসেন। কিছু করতে চাইলে, তিস্তা চুক্তি করে আসেন। ৫৬টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের মানুষ চায়। যেভাবে ভারত বাংলাদেশের রাস্তা ব্যবহার করছে, সেভাবে আমরা তাদের রাস্তা ব্যবহার করে নেপাল, ভুটান, থাইল্যান্ড যেতে চাই। পারলে এই ব্যবস্থা করে আসেন।’

জ্বালানি তেল, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে আজ সোমবার বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। উপজেলা সদরের বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে জাতিকে ‘ছোট করেছেন’ বলে মন্তব্য করেন মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ভারত সফরে যেতেন, তখন তাঁকে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা বিমানবন্দরে স্বাগত জানাতেন। খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হিসেবে সর্বশেষ যখন ভারতে গিয়েছিলেন, তখন তাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং স্বাগত জানিয়েছিলেন। কিন্তু আজ শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন সে দেশের একজন প্রতিমন্ত্রী। এটা আমাদের জন্য লজ্জার।’

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আপনার যত দিন খুশি, জোর করে ক্ষমতায় থাকেন। কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা, সার্বভৌমত্বকে অসম্মান করা ও নষ্ট করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই।’

সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ছবাব মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহসভাপতি নাদীর আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মো. শওকত প্রমুখ।