কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই জায়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জায়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম টেপাটারী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই নারী হলেন তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম টেপাটারী এলাকার বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম (৪২) ও একাব্বর মিয়ার স্ত্রী নিলুফা বেগম (৩৮)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবলু ও একাব্বর মিয়া সহোদর দুই ভাই। তাঁরা একই বাড়িতে বসবাস করেন। আজ দুপুরে বাবলু মিয়ার স্ত্রী ফিরোজা বেগম গোসল করতে গিয়ে গোসলখানার টিনের বেড়ায় বিদ্যুতায়িত হন। এ সময় চিৎকার করে তিনি গোসলখানায় লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে গিয়ে জা নিলুফা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ দুর্ঘটনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। ওসি ইমতিয়াজ কবির বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।