পিরোজপুরে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, স্বামী পলাতক

হত্যা
প্রতীকী ছবি

পিরোজপুর পৌরসভার মাছিমপুর মহল্লায় ছুরিকাঘাতে লাইজু বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুর মহল্লায় এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী রিয়াজুল ইসলাম (৪০) পলাতক। তিনি ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রিয়াজুল ইসলাম পেশায় নির্মাণশ্রমিক। তিনি মাছিমপুর মহল্লার সুলতান আহমদ মাতুব্বরের বাড়িতে স্ত্রী লাইজু বেগমকে নিয়ে ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াজুল ইসলামের সঙ্গে লাইজু বেগমের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সন্ধ্যা সাতটার দিকে লাইজু বেগমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান রিয়াজুল ইসলাম। এ সময় বাড়ির মালিক ও প্রতিবেশীরা লাইজু বেগমকে উদ্ধার করে পুলিশ সদর হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লাইজু বেগমের ভাই সাকিল শেখ বলেন, লাইজু বেগমের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা ছিল। কয়েক দিন ধরে রিয়াজুল ইসলাম লাইজুর কাছে ৫০ হাজার টাকা চেয়ে আসছিলেন। লাইজু ওই টাকা স্বামীকে তুলে না দেওয়া নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে লাইজু বেগমের মৃত্যু হয়েছে। তাঁর পেটে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, আজ শুক্রবার সকালে নিহত ব্যক্তির ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পলাতক রিয়াজুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।