টিকটকে প্রধানমন্ত্রীকে হুমকি ও কটূক্তির অভিযোগে চায়ের দোকানি গ্রেপ্তার

সিলেটের বিয়ানীবাজারে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার মো. ম‌হি উ‌দ্দিন
ছ‌বি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ও হত্যার হুমকি দিয়ে টিকটকে ভিডিও তৈরির অভিযোগে মো. মহি উদ্দিন ওরফে মান্না (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দক্ষিণ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মহি উদ্দিনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুছেগুল গ্রামে। তবে বর্তমানে তিনি বিয়ানীবাজারের মোল্লাপুর গ্রামে বাসা ভাড়া করে থাকেন এবং সেখানে একটি চায়ের দোকান চালান।

পুলিশ সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে মহি উদ্দিন তাঁর নিজের টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীকে কটূক্তি করেন এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল হক (২৪) অভিযোগ জানালে সেটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে মহি উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেপ্তার মহি উদ্দিনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে গত শনিবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে এক তরুণকে জকিগঞ্জের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।