বাগমারায় ট্রাক্টরের চাপায় প্রাণ গেল প্রতিবন্ধী ভ্যানচালকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারা উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় ফজলুর রহমান শাহ (৫৫) নামের এক প্রতিবন্ধী ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে উপজেলার তাহেরপুর-ভবানীগঞ্জ সড়কের প্রেমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ।

ফজলুর রহমান শাহ উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া শাহপাড়ার বাসিন্দা। ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাতে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন ফজলুর রহমান। রাত নয়টার দিকে তিনি তাহেরপুর-ভবানীগঞ্জ সড়কের প্রেমতলী এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ওপর দিয়ে চলে যায়। ট্রাক্টরের চাপায় তাঁর মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করে থানায় খবর দেন।

গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবেদ আলী মোল্লাহ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে রাতে অবৈধ ট্রাক্টরে করে ইটভাটায় মাটি বহন করা হচ্ছিল। রামরামার হাসনিপুর এলাকা থেকে মাটি নিয়ে ট্রাক্টরটি প্রেমতলী এলাকার একটি ইটভাটায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ভ্যানচালক ফজলুর রহমান শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। ফজলুর রহমান ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাটিবাহী ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক মকছেদ আলী পালিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।