টঙ্গীতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি পরিত্যক্ত কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর ন্যাশনাল টিউব সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পেট্রল ঢেলে কাভার্ড ভ্যানটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটির পেছনের দুই চাকা নেই। প্রায় এক-দেড় বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এর মাঝেই হঠাৎ গতকাল রাতে আগুন লাগার ঘটনা ঘটে। কে বা কারা আগুন লাগিয়েছে বা কীভাবে লাগল, তা এখনো শনাক্ত করা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-সংলগ্ন ন্যাশনাল টিউব সড়কে বিভিন্ন সময় ট্রাক, কাভার্ড ভ্যান পার্কিং করা থাকে। সড়কটির কল্লোল কেমিক্যাল কারখানার পাশে একটি ফাঁকা যায় একটি কাভার্ড ভ্যান পরিত্যক্ত অবস্থায় ছিল। এর মাঝে গতকাল রাত সাড়ে ১০টার দিকে হঠাৎই কাভার্ড ভ্যানটি থেকে ধোঁয়া উড়তে দেখেন স্থানীয় লোকজন। কিছুক্ষণের মাঝেই তা আগুন আকারে ছড়িয়ে পড়ে। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের পরিদর্শক এস কে তুহিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা পাঁচ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। কাভার্ড ভ্যানটি সড়কে পরিত্যক্ত অবস্থায় ছিল। আগুনে কাভার্ড ভ্যানের আসন, স্টিয়ারিংসহ সামনের অংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে একদল দুর্বৃত্ত কাভার্ড ভ্যানটিতে আগুন দিয়েছে।