হালুয়াঘাটে ফসল রক্ষা করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে ফসল রক্ষায় এলাকাবাসীর সঙ্গে হাতি তাড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম নওশেদ আলী (৬৪)। তিনি উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামের বাসিন্দা।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে ৩৫ থেকে ৪০টি বন্য হাতির একটি দল ময়মনসিংহের হালুয়াঘাট, শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতি, শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী পাহাড় ও পাহাড়ি গ্রামগুলোতে খাদ্যের সন্ধানে ছুটে বেড়াচ্ছে। সম্প্রতি নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে এদের বিচরণ বেশি। হাতির দলটি গতকাল বৃহস্পতিবার নালিতাবাড়ীর সীমানা পেড়িয়ে হালুয়াঘাটের কড়ইতলী সীমান্তে চলে যায়। রাতে পাহাড়ের ঢালে আমনের ফসলে হানা দেয় বন্য হাতির দল। এ সময় ফসল রক্ষায় রাত জেগে স্থানীয় লোকজন পাহাড়া দেওয়ার পাশাপাশি বন্য হাতি তাড়া করছিলেন।

দফায় দফায় হাতি-মানুষের তাড়ার একপর্যায়ে রাত তিনটার দিকে নওশেদ আলীর দিকে তেড়ে আসে বন্য হাতির দল। একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে ফেলে পায়ে পিষ্ট করে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় লোকজন মশাল জ্বালিয়ে হাতির দলকে তাড়িয়ে নওশেদকে উদ্ধার করেন। শেষ রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বন বিভাগে দায়িত্বে থাকা গোপালপুর বিট কর্মকর্তা মো. মাজাহারুল হক প্রথম আলোকে বলেন, হাতি তাড়াতে গিয়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরির্দশন করেছেন।

এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে কৃষকের মৃতুযর ঘটনায় থানায় অপমৃতুযর মামলা করা হয়েছে।