সিরাজগঞ্জে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ব্যবসায়ী

আগুনে পুড়ে গেছে দোকানের মালামাল। শনিবার সকালে উপজেলা সদরের ধানগড়া বাজারে
ছবি: সাজেদুল আলম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আগুনে দোকানের মালামাল পুড়ে নিঃস্ব হয়ে গেছেন এক ব্যবসায়ী। আজ শনিবার ভোরে উপজেলা সদরের ধানগড়া বাজারের ব্যবসায়ী মো. শাকিল সরকারের মুদিদোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আজ ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। কিন্তু ততক্ষণে দোকানে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় পাশের দোকানের মালিক সুজন সরকার তাঁর দোকানের মালামাল সরিয়ে নিতে সক্ষম হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শাকিল সরকার বলেন, দোকানে থাকা সব মালামালই পুড়ে শেষ হয়ে গেছে। এতে তাঁর ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দলনেতা মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ আগুন লেগেছে।

আগুনে পুড়ে গেছে দোকানের মালামাল। তা দেখতে উৎসুক মানুষের ভিড়। শনিবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া বাজারে
ছবি: প্রথম আলো

আগুন লাগার বিষয়টি জানার পরপরই স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন বলে জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম। তিনি বলেন, অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর দোকানের সব মালামাল পুড়ে গেছে।