আটক
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ শাহানারা খাতুন (৪৮) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বারাদী সীমান্ত চৌকির (বিওপি) সদস্যরা আজ বুধবার দুপুরে দামুড়হুদার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

শাহানারা দামুড়হুদার নাস্তিপুর গ্রামের মৃত মো. কাশেম আলীর স্ত্রী। তাঁর কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৩৪১ গ্রাম। এ সময় বিজিবি শাহানারার কাছ থেকে একটি মুঠোফোনও জব্দ করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সন্ধ্যায় বিজ্ঞপ্তিটি গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আজ চুয়াডাঙ্গার দর্শনা থানার বারাদী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুরের সার্বিক দিকনির্দেশনায় বারাদী বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. আহসান কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৯/৬-আর থেকে আনুমানিক এক কিলোমিটার অভ্যন্তরে নাস্তিপুর গ্রামের জোড়া কবরস্থান এলাকায় অবস্থান করেন।

বেলা একটার দিকে একটি অটোরিকশা দর্শনা থেকে নাস্তিপুর সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবির সশস্ত্র টহল দল অটোরিকশাটির গতি রোধ করে। এ সময় অটোরিকশায় অবস্থানকারী বোরকা পরিহিত এক নারীকে সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিজিবি টহল দলের নারী সদস্যরা আটক চোরাকারবারি শাহানারার দেহ তল্লাশি করে দুটি প্যাকেট থেকে ২০টি স্বর্ণের বার (২ কেজি ৩৪১ গ্রাম) এবং একটি মুঠোফোন উদ্ধার করেন।