শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত বুলবুল স্মরণে ফুটবল প্রতিযোগিতা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল স্মরণে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার এ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছেছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) স্মরণে ‘বুলবুল মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়নস লিগ’ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে ডিয়ার ডেভিলস দল ও কলোনিয়াল লিগ্যাসি দল ২-২ গোলে ড্র করেছে। এর আগে উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক আশরাফ সিদ্দিকী, প্রাক্তন শিক্ষার্থী ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, প্রাক্তন শিক্ষার্থী শাহাদাত চৌধুরী, সাবিহা সায়মন প্রমুখ।

প্রতিযোগিতার আয়োজকদের মধ্যে স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল আকাশ বলেন, খেলায় কলোনিয়াল লিগ্যাসি, ডিয়ার ডেভিলস, বোল্ড ব্যাটেলারস, রিবেল হিয়ার্টস, অ্যারিস্টোক্রেটস স্কোয়াড ও রিপার ক্রিউ নামের ছয়টি দল অংশ নিয়েছে।

গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী-কালু টিলা লাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন মো. বুলবুল আহমেদ। এ ঘটনায় রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় হত্যা মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত বুলবুল বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার নন্দীপাড়া গ্রামে। বুলবুল হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোষী ব্যক্তিদের বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবিতে একাধিক কর্মসূচি পালন করেন।